Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা সমূহঃ-

পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহপরিবার পরিকল্পনা বিষয়ক পদ্ধতি গুলো ৩ ভাগে বিভক্ত

1)     স্বল্প মেয়াদী পদ্ধতি  (ক) খাবার বড়ি (খ) কনডম

2)    দীর্ঘ মেয়াদী পদ্ধতি  (ক) ইনজেকশন (খ) আই ইউ ডি (গ) ইমপস্ন্যান্ট

3)    স্থায়ী পদ্ধতি   (ক) পুরুষ বন্ধ্যাকরণ (খ) মহিলা বন্ধ্যাকরণ

পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা সমূহ

1)   পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা ও পরামর্শ।

2)  মা ও শিশু স্বাসহ্য  বিষয়ক সেবা ও পরামর্শ।

3)  প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সেবা ও পরামর্শ।

4)   কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি কালিন সেবা ও পরামর্শ।

পরিবার পরিকল্পনা পদ্ধতি ও সংশ্লিস্ট সেবা সমূহ প্রাপ্তি স্থান

1)     পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের (পরিবার কল্যাণ সহকারী/ মহিলা কর্মী) মাধ্যমে  ঘরে ঘরে স্বল্প মেয়াদী পদ্ধতি  (ক) খাবার বড়ি (খ) কনডম সংশ্লিষ্ট এলাকার সকল সক্ষম দম্পত্তি’দের নিকট পৌঁছে দেয়া হয়। তাছাড়া কমিউনিটি ক্লিনিক সমূহে এই সেবা পাওয়া যায়।

2)    ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা সেবা সমূহ পাওয়া যায়।

3)    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ও জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বিভিন্ন বেসরকারী সংসহায় পরিবার পরিকল্পনা সকল পদ্ধতি পাওয়া যাবে।

4)     তাছাড়া ইউনিয়ন স্বাসহ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা সাধারণ ডেলিভারী , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ও জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  ২৪ ঘন্টা সাধারণ ডেলিভারী, সিজারিয়ান ডেলিভারীসহ অফিস চলাকালিন সময় (সকাল ৮ ঘটিকা হতে দুপুর ২.৩০ ঘটিকা) মা ও শিশুদের বিভিন্ন  সাধারণ রোগের সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, উপরোক্ত সকল সেবা সমূহ ঔষধসহ (সরকারি বরাদ্দ থাকা স্বাপেক্ষে) বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।